ডেস্ক নিউজ: চট্টগ্রামের সীতাকুণ্ডে কোরবানির গরুবাহী ট্রাক লুটের উদ্দেশ্যে হামলা চালিয়েছে একদল ডাকাত। এ সময় ডাকাতদের দেখে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় চালককে গুলি করে হত্যা করে তারা।
শুক্রবার (১৬ জুলাই) ভোরে উপজেলার ফৌজদারহাট বায়েজিদ লিং রোডে এই ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম মো. আবদুল (৩৫)। তিনি যশোর চৌগাছি থানা চন্দ্রা গ্রামের বসির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পৌনে চারটার সময় গরু বোঝাই ট্রাকটি সীতাকুণ্ড ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড এলাকাযর ৪ নম্বর ব্রিজ পার হওয়ার সময় অতর্কিতভাবে অপর একটি পিকআপ ট্রাকটির পথরোধ করে।
পরে একদল ডাকাত অস্ত্র সস্ত্র নিয়ে পিকআপ ভ্যান থেকে নেমে গরুগুলো লুট করার চেষ্টা করে। এসময় গরু বোঝাই ট্রাকটি সামনের দিকে এগুতো চাইলে ডাকাতদল চালকের মুখে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ট্রাকে থাকা গরু বেপারিরা চিৎকার শুরু করলে ডাকাতদল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ডাকাতের গুলিতে ট্রাক চালকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ চালকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।