ডেস্ক নিউজ: টোকিও অলিম্পিকে প্রখ্যাত অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুসকে লরেলের মাধ্যমে বিশেষ সম্মাননা দেবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজকরা
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে অলিম্পিক আয়োজক কমিটি।
ক্ষুদ্র ঋণের প্রবক্তা ড. ইউনুসকে উন্নয়নের ক্ষেত্রে খেলাধুলার বিষয়ে নানান কার্যক্রমের জন্য এ সম্মাননা দেয়া হবে। আগামী ২৩ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেই তার হাতে তুলে দেয়া হবে অলিম্পিক লরেল।
পাঁচ বছর আগে রিও অলিম্পিকের মাধ্যমে শুরু করা হয়েছিল অলিম্পিক লরেল সম্মাননা দেয়া। সেই আসরে কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনো পেয়েছিলেন এটি।
নিজ দেশে শিশুদের সেইফ হাউজ, স্কুল ও ক্রীড়াবিদদের ট্রেনিং সেন্টার নির্মাণ করায় লরেল পেয়েছিলেন কেইনো।