ডেস্ক নিউজ: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮১০ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৭৬৮ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৫৫ জনে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৪২১ জনের নমুনা পরীক্ষায় ৭৬৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৭৪ জন ও উপজেলার ২৯৪ জন।