করোনায় দেশে আরো ২১০ জনের মৃত্যু

Date:

Share post:

ডেস্ক নিজ: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃ্যুর ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ২১০ জনের প্রাণ ড়ে নিয়েছে।

এর আগে রোববার (১১ জুলাই) একদিনে সর্বোচ্চ ২৩০ জন, সোমবার (১২ জুলাই) একদিনে সর্বোচ্চ ২২০ জন এবং গতকাল মঙ্গলবার ২০৩ জন মারা গিয়েছিলেন করোনা সংক্রমণ নিয়ে। এ নিয়ে টানা দিন দুই শতাধিক মানুষের মৃত্যু হলো এই ভাইরাসে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে সংক্রমণের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ১২৩৮৩ জনের শরীরে করোনা ভাইরাসের বিষ পাওয়া গেছে। এর আগে সোমবার (১২ জুলাই) একদিনে ১৩ হজার ৭৬৮ জন শনাক্তের রেকর্ড হয়েছিল।

এরপর গতকাল মঙ্গলবার শনাক্ত হয় ১২ হাজার ১৯৮ জন। গত ২৪ ঘণ্টার শনাক্ত সংখ্যাই দেশের ইতি দ্বিতীয় সর্বোচ্চ। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেবে এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ মারা গেছেন ১৩১ জন, মারা গেছেন ৭৯ জন। এনিয়ে মোট মৃত্যু পৌঁছেছে ১৭ হাজার ৫২ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন। গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৪৯০ জনের ীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১০ জনের মধ্যে বয়সের হিসাবে বিশোর্ধ্ব সাতজন, ত্রিশোর্ধ্ব ১৪ জন, চল্লিশোর্ধ্ব ২৯ জন, পঞ্চাশোর্ধ্ব ৫২ জন এবং ষাটোর্ধ্ব ১০৭ জন রয়েছেন।

বি ওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রামে ৩৯ জন, রাজশাহীতে ১৫ জন, খুলনায় ৪৬ জন, বরিশালে ১০জন, সিলেটে নয়জন, রংপুরে ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগে আটজন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...