ডেস্ক নিউজ। : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১০০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় ১০ জনের মৃত্যু হয়।
বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় এক হাজার তিনজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৫২ ও উপজেলার ৩৫১ জন।
এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৭ হাজার ৭৮৭ জনে। মৃতের সখ্যা বেড়ে দাঁড়াল ৮০০ জনে।