ডেস্ক নিউজ: করোনা সংক্রমণ বাড়ায় অতি জরুরি ছাড়া অন্য রোগীদের ভর্তি সীমিত ও জরুরি অস্ত্রোপচার ছাড়া রুটিন অস্ত্রোপচার আপাতত স্থগিত রেখেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবির স্বা্ক্ষরিত এক অফিসে আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আদেশে বলা হয়, জরুরি অস্ত্রোপচার ছাড়া রটিন অস্ত্রোপচার সীমিত থাকবে। শুধু জরুরি করোনা রোগী ভর্তি হবে। ইতিমধ্যে ভর্তি হওয়া রোগীর মধ্যে যারা জরুরি নন তাদের আপাতত প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে চিকিৎসা নেওযার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। সব স্বাস্থ্য কর্মকর্তা , নার্স-কর্মচারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম।
তিনি বলেন, করোনার পরিস্থিতির অবনতি হওয়ায় বেশ কয়েকদিন ধরে হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেছে। কিন্তু আমাদের জনবল সেভাবে বাড়েনি। আগের নার্স, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দিয়েই কাজ করতে হচ্ছে। আপাতত হাসপাতাল থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিদ্যমান চাপ কিছুটা হলেও কমবে।