ডেস্ক নিউজ: আগামী ২০ জুলাই পবিত্র ঈদুল আজহা পালন হবে সৌদি আরবে।
শুক্রবার (৯ জুলাই) দেশটির সুপ্রিম কোর্ট ঈদুল আজহা পালনের এ তারিখ ঘোষণা করেছেন।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে রবিবার (১১ জুলাই) শুরু হবে জিলহজ মাস। আর দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন।
আগের দিন ১৯ জুলাই (সোমবার) হবে আরাফাতের দিন।
উল্লেখ্য, মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন।
এর অংশ হিসেবে এই মাসের দশম দিন ঈদুল আজহা পালিত হয়।