ডেস্ক নিউজ: তুমুল প্রতিযোগিতায় খুলনা এবং ঢাকার দুই রাধুনিকে হারিয়ে সেরা রাঁধুনী ১৪২৭-এর বিজয়ী হয়েছেন চট্টগ্রামের বিবিএ শিক্ষার্থী সাদিয়া তাহের। নাতাশা দ্বিতীয় ও নূপুর তৃতীয় স্থান অর্জন করেছেন।
শুক্রবার (৮জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বিজয়ী হিসেবে সাদিয়া তাহের পেয়েছেন ১৫ লাখ টাকা, নাদিয়া নাতাশা পেয়েছেন ১০ লাখ টাকা এবং মরিয়ম হোসেন নূপুর পেয়েছেন ৫ লাখ টাকা।
এবারের আসরে বিচারক ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা, বিখ্যাত রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রিতা ও শুভব্রত মৈত্র। জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর ছিলেন সঞ্চালকের ভূমিকায়। গ্রান্ড ফিনালেতে পরিবেশনা করেন অভিনেত্রী তারিন জাহান, অভিনেতা সাজু খাদেম ও নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব।