ডেস্ক নিউজ: ফের বাবা হয়েছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদ।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাবিব ওয়াহিদের বাবা।
জানা গেছে, বুধবার (৭ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাবিবের স্ত্রী শিফা পুত্র সন্তানের জন্ম দেন।নবজাতকের নাম রাখা হয়েছে আয়াত ওয়াহিদ।
উল্লেখ্য, হাবিব ওয়াহিদ ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ের সংসারে মনের অমিলের কারণে বিচ্ছেদ ঘটে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে হাবিব বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।
সেই ঘরে আলিম ওয়াহিদ নামে হাবিবের এক পুত্র সন্তান রয়েছে।