ডেস্ক নিউজ: চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৬১১ জন।
বুধবার (৭ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষায় ৬১১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৬৫ ও উপজেলার ১৪৬ জন।
এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৩৫ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬২ হাজার ২০০ জনে।