সেমিতে জায়গা করল ব্রাজিল

Date:

Share post:

ডেস্ক নিউজ: পেরুকে হারিয়ে কোপা আমেরি ফাইনালে উঠেছে ব্রাজিল। সেমিফাইনালে ১-০ গোলে জিতে মহাীয় আটিতে টানা ্বিতীয়বার শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিল নেইমারের দলটি।

ম্যাচের প্রথম ২০ মেনিটে বেশ দাপট দেখিয়েছে ব্রাজিল। কাধিকবার পেরুর রক্ষণে চাপ বাড়িয়েছে তারা। একের পর পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে রেছে পেরু রক্ষণ ও গোলরক্ষককে।

৬ মিনিটের মাথায় লোদির ক্রস বিপদ ডেকে আনার আগেই মাঠের বাইরে বার করে দেন কোরজো। কর্ণার পেয়ে যায় ব্রাজিল। ৮ মিনিটের মাথায় পাকুয়েতা বল বাড়িয়ে দেন রিচার্লিসনের দিকে। তিনি নেইমারের দিকে বল বাড়িয়ে দিলে ব্যর্থ হন নেইমার।

১৩ মিনিটের মাথায় জোরালো শট নেন ক্যাসেমিরো। তা প্রতিহত করে সামর্থ্যের পরিচয় দেন পেরুর গোলরক্ষক গালেসে। ১৫ মিনিটের মাথায় এভার্টনের শট প্রতিহত করেন গালেসে। ১৯ মিনিটের মাথায় পাকুয়েতা-নেইমার জুটি আক্রমণে ওঠে। নিদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে পেরুর ডি-বক্সে ঢুকে যায়। তবে গেলেসেকে পরাস্ত করা সম্ভব হয়নি তাদের পক্ষে।

অবশ্য এবার লুকাস পাকুয়েতাকে আটকে রাখতে সক্ষম হননি গেলেসে। ৩৫ মিনিটের মাথায় ফের নেইমারের সঙ্গে ভালো বোঝাপড়া হয় পাকুয়েতার। দুর্দান্ত এক গোল করে লিড এনে দেন দলকে। মাঝ মাঠ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে যান নেইমার। তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে খুঁজে নেন ক্ষিত পাকুয়েতাকে। এবার বল জালে জড়িয়ে দেন অলিম্পিক লিওঁর এই মিডফিল্ডার।

এই পাকুয়েতারা একমাত্র গোলে জিতেই কোয়ার্টার ফাইনাল পার করেছে ব্রাজিলকে। টানা দ্বিতীয় ম্যাচে স্কোরার হলেন তিনি।

প্রথমার্ধে ব্রাজিলশিবিরে উল্লেখ করার মতো তেমন কোনো আক্রমণে জেতে পারেনি পেরু। রেফারি ৫ মিনিট সময় সংযোজিত করলেও সমতায় ফিরতে পারেনি তারা।

১-০ গোলের স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমে অবশ্য আক্রমণে মনোযোগ দেয় পেরু। ব্রাজিলও তার আক্রমণাত্মক খেলা টিকিয়ে রাখে। ৫০তম মিনিটে সমতা ফেোর ভালো একটা সুযোগ পায় পেরু। এদেরসনের নৈপুণ্যে তা আর হয়ে ওঠেনি।

নিজেদের অর্ধ থেকে ইয়োশিমার ইয়োতুনের বাড়ানো বল ধরে ডি বক্স থেকে শট নেন জানলুকা লাপাদুলা। ঝাঁপিয়ে কোনোমতে ফেরান এদেরসন।

ট্রাউকোকে তুলে নিয়ে লোপেজকে মাঠে নামায় পেরু। ্যদিকে রামোসের বদলে মাঠে নামেন গার্সিয়া। বদলি হিসেবে নেমে গোলপোস্ট বরাবর দুর্দান্ত এক শট নেন গার্সিয়া। শট লক্ষ্যভ্রষ্ট হয়। গোল পেতে মরিয়া হয়ে ওঠে পেরু।

৫৬ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন পেরুর ইয়োতুন। ৬১ মিনিটের মাথায় অফসাইড হন লাপাদুলা। ৬৬ মিনিটের মাথায় ব্রাজিলের অন্যতম মিডফিল্ডার ফ্রেডের একটি চেষ্টা ব্যর্থ হয়। ৭০ মিনিটে এভার্টনকে তুলে নিয়ে রিবেইরোকে মাঠে নামা ব্রাজিল।

৭১ মিনিটের মাথায় বল নিয়ে পেরুর বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েন রিচার্লিসন। তাকে ফাউল করেন কোরজো। ব্রাজিলের পেনাল্টির আবেদন করে। কিন্তু তাতে কান দেননি রেফারি। ৭৫ মিনিটে কোরজোকে তুলে নিয়ে লরাকে মাঠে নামায় পেরু।

এবার নেইমারকে ফাউল করে বিপজ্জনক জায়গা থেকে ব্রাজিলকে ফ্রি-কিক উপহার দেন কলেন্স। তবে সফল হয়নি সেলেকাওরা। ৭৮ মিনিটে অফসাইডের আওতায় পড়েন লাপাদুলা। ৮১ মিনিটে কুয়েভাকে তুলে নিয়ে পেরু অর্মেনোকে মাঠে নামায়।

৮১ মিনিটে ইয়োতুন ক্রসে দর্শণীয় এক হেড করেন কালেন্স। তবে বল মাঠের বাইরে চলে যায়। এদেরসনকে খাটতে হয়নি।

৮৫ মিনিটে তিতের হঠাৎ অন্যরকম খেয়াল হয়। ফ্রেড, রিচার্লিসন ও লোদিকে তুলে নিয়ে ফ্যাবিনহো, ভিনিয়িসাস জুনিয়র ও মিলিতাওকে মাঠে নামান। মাঠে নামার ৪ মিনিটের মধ্যেই ৮৯ মিনিটে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়র।

শেষ মুহূর্তে আরো একটি পরিবর্তন আনে পেরু। ৮৯ মিনিটে তাপিয়াকে তুলে নিয়ে তাভারাকে মাঠে নামান গেরেসা।

৯০ মিনিটে হলুদ কার্ড দেখেন লোপেজ। দ্বিতীয়ার্ধে ৫ মিনিট সময় সংযোজিত হলে ভিন্ন রক্ষণাত্মক খেলার পরিকল্পনা নেন তিতে। এই অতিরিক্ত সময়ে একমাত্র স্কোরার পাকুয়েতাকে তুলে নিয়ে ডগলাসকে মাঠে নামায় ব্রাজিল।

রেফারির শেষ বাঁশিতে ১-০ গোলে জয় নিয়ে কোপা আমেরিকার এবারের আসরের ফাইনালিস্ট হওয়ার যোগ্যতা অর্জন করে ব্রাজিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতির পর নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনকে সাময়িকভাবে পদ থেকে বরখাস্ত

ডেস্ক নিউজ সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনকে...

গাজায় একদিনে ৭০ জন নিহত, সকাল থেকে ৪৭ জনকে হত্যা

গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে বিভিন্ন হাসপাতালে কমপক্ষে ৭০ জনের লাশ আনা হয়েছে। একই সময়ে ৩৩২ জন আহত ব্যক্তি...

পাঁচটি সামরিক স্থাপনায় ইরানের সফল হামলার বিষয়ে ইসরায়েল নীরব: টেলিগ্রাফ

মার্কিন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, একটি বৃহৎ বিমানঘাঁটিসহ...