ডেস্ক নিউজ: কঠোর বিধিনিষেধ চলাকালে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমান আদালত অব্যাহত রেখেছে পটিয়া উপজেলা প্রশাসন।
আজ সোমবার (৫ জুলাই) লকডাউনের পঞ্চমদিনে পরিচালিত ভ্রাম্যামান আদালতের অভিযানে মোট ১০টি মামলায় ৫ হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার দুপুর থেকে পটিয়া পৌরসদরের ছুবর রোড, আদালত রোড, আনোয়ারা রোড ও হাইওয়ে সড়ক এলাকায় স্বাস্থবিধি না মেনে দোকান পরিচালনা ও মাস্ক না পরায় এসব অর্থদন্ড দেওয়া হয়।
দিনভর পৃথক অভিযানের নের্তৃত্ব দেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন। এ সময় রামু সেনানিবাসের লেপটেনেন্ট কর্ণেল এমএ এম মাহাবুবুজ্জমান উপস্থিত ছিলেন।