সারাদেশে করোনায় ১৬৪ জনের মৃত্যু

Date:

Share post:

ডেস্ক নিজ: একদিনে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত ও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মৃত্যুতে দেশে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৪ জনের। যা দেশে একদিনে মৃত্যুর রেকর্ড।

একই দিনেই রেকর্ড হয় একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তেও। গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে ৯ হাজার ৯৬৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ রা পড়েছে।

গত ২৪ ঘণ্টায় ুনা বেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। এ নিয়ে ট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জাো হয়েছে।

এতে বলা হয়, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাের প্রথম দিন করোনায় রেকর্ড ১৪৩ জন মারা যান। গতকাল করোনায় ১৫৩ জনের মৃত্যু হয় এবং আজ করোনায় মারা গেলেন ১৬৪ জন।

এ নিয়ে দেশে এই সংক্রমণে প্রাণহানি দাঁড়ালো ১৫ হাজার ২২৯ জনে। গত ২৪ ঘণ্টায় যারা নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১০৯ জন, নারী ৫৫ জন।

তাদের ১৫ জন বাসায় ও ১৪৮ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি এক জনকে হাসপাতালে নেওয়ার পর মৃত পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে ৫৫ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪০, ্টগ্রামে ১৮, রাজশাহীতে ১৬, বরিশালে ৯, সিলেটে ৮, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫ হাজার ৪২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ছাত্রদের নতুন দলের নেতৃত্বে যাদের হাতে

সময় ডেস্ক বেশ কিছু দিন ধরে আলোচনা হচ্ছে শিক্ষার্থী-জনতা নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে। জুলাই গণঅভ্যুত্থানের আগে...

দুদিনের সফরে আমেরিকায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দুদিনের সফরে আমেরিকায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে রাজকীয় অভ্যার্থনা জানানো হয় তাঁকে। আজ বৃহস্পতিবার তিনি আলোচনায় বসবেন...

সিইসি বিচারপতি আবদুর রউফ মারা গেছেন

রোববার (৯ ফেব্রুয়ারি) তার একান্ত সহকারী মো. তাওহিদ জানান, সকাল ১০টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন...

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে গাজীপুরসহ সারাদেশে অভিযান

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে গাজীপুরসহ সারাদেশে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অভিযানের নাম দেয়া হয়েছে 'অপারেশন...