ডেস্ক নিউজ: চট্টগ্রামের বোয়ালখালীতে ৩জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৩জুলাই) দিবাগত রাতে উপজেলার শাকপুরা ইউনিয়নের বড়ুয়া টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে।
গ্রেফতারকৃত হলেন, নগরীর বায়েজিদ এলাকার মৃত আবদুর রশিদের ছেলে কফিল উদ্দিন (২৫), একই এলাকার মফজল আহম্মদের ছেলে মো. রমজান আলী (২০) ও ভোলা জেলার লাল মোহন এলাকার মো. মফিজের ছেলে জাহিদুল ইসলাম (১৯)। এসময় তাদের কাছ থেকে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ রবিবার তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।