ডেস্ক নিউজ: কঠোর লকডাউনের মাঝে নগরবাসীকে
অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
বৃহস্পতিবার (১ জুলাই) সকালে সার্কিট হাউস মিলনায়তনে লকডাউন প্রসঙ্গ টেনে তিনি এ অনুরোধ জানান।
জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামে বর্তমানে করোনা সংক্রমণ হার ২৯ শতাংশ থেকে বেড়ে ৩২ শতাংশ হয়েছে। লকডাউন বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ১০০ জন ভোলান্টিয়ার কাজ করছেন। সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ম্যাজিস্ট্রেটেদের নেতৃত্বে টহল চলবে।
তিনি আরো বলেন, কাঁচা বাজারে স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য প্রতিটি বাজারের সামনে আনসার সদস্য ও ভোলান্টিয়ার সদস্যরা দায়িত্ব পালন করবেন। শিল্পকারখানা খেলা থাকায় শিল্প-কারখানায় চালাচলকারী যানবাহন চলাচল করবে।