পথচারীদের মাঝে পুলিশের মাস্ক বিতরণ

Date:

Share post:

ডেস্ক জ: সীমিত পরিসরে চলা লকডাউনের মাঝেও কর্্থলে ছুটতে হচ্ছে মানুষকে। এর সঙ্গে জরুরি সেবা সমুন্নত রাখতে চলাচল করছে বেশ কিছু যানবাহন। জীবিকার টানে ঘর থেকে বের হওয়া মানুষকে করোনা সংক্রমণ থেকে দূরে রাখতে মাস্ক বিতরণ ও জনসচেতনতা কর্মসূচি পালন করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯জুন) বেলা ১১ টায় নগরের শাহ আমানত সেতু এলাকায় চলাচলকারী পথচারী, রিকশা ও ভ্যান ও পরিবহন চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ এই কার্যক্রমরে উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, লকডাউন চলাকালে জনসাধারণকে শত াস্থ্যবিধিতে পালনে উদ্বুদ্ধ করতে ে পুলিশের প থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যাতে করে কেউ করোনা সংক্রমণ রোধ করা যায়। এর ধারাবাহিকতায় মানুষকে সচেতনার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়েছে। যতদিন লকডাউন থাকবে ততদিন পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শ্যামল কুমার নাথ আরো বলেন, ারের আদেশ অমান্য করে অলি-গলিতে চলাচলকারী সিএনজি অটোরিকশা ও ভাড়ায় চালিত পাঠাও মোটর সাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। একটি বাইকে একজনের বেশী চলতে দেয়া হবে না। এ ব্যাপারে ট্রাফিক বিভাগ সতর্ক রয়েছে। মানুষকেও মানতে সচেতন হতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম উদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) রইছ উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) কামরুল ইসলাম, টি.আই (বাকলিয়া) মো. সামছুদ্দিন, ট্রাফিক সার্জেন্ট নাজমুল সিদ্দিকী ও ট্রাফিক সার্জেন্ট মো. সুমন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...