ডেস্ক নিউজ : আনোয়ারা উপজেলা ৭নং সদর ইউনিয়নে খিলপাড়া গ্রামে গাছ কাঁটাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে রতন দাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (২৬ জুন) আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আগে থেকে একই গ্রামের মিন্টু ভৌমিক ও টিটু ভৌমিকদের সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধীয় জায়গা হতে গাছ কাঁটতে গেলে দুই পক্ষের মধ্য সংঘর্ষ হয়। এতে রতন দাস গুরুতর আহত হলে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আনোয়ারা থানার ডিউটি অফিসার এসআই জুয়েল বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। মামলা রুজু হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।