৪ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

Date:

Share post:

ডেস্ক নিউজ : ্রাম বন্দরে কাপড়ের হ্যাঙ্গারের একটি কনটোর থেকে প্রায় সাড়ে ৪ শি ব্র্যান্ের (৬০ লাখ শলাকা) সিগারেট জব্দ করেছে কাস্টম হাউস।

গতকাল বৃহস্পতিবার (৩ জুন) বন্দরের এনসিটি কনটেইনার ইয়ার্ডের একটি কাার্ডভ্যান থেকে এসব সিগারেট জব্দ করা করা হয়েছে। এতে সাড়ে ১৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা রু দিয়েছেন শুল্ক কর্মকর্তারা।

কাস্টম সূত্রে জানা গেছে, গত ২৮ মে শুল্কমুক্ত সুবিধায় ঢাকার সাভারের ভার্সেটাইল এটায়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান চীন থেকে দুই লাখ ৪১ হাজার ৫০০ পিস কাপড়ের হ্যাঙ্গারের একটি কনটেইনার আমদানি করে। পণ্যের চালানটি খালাসের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট জয়িতা ট্রেড করপোরেশন।
যাবতীয় কার্যক্রম শেষে গতকাল (বৃহস্পতিবার) চালানটি খালাসের সময় গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ (এআর) টিম। অভিযানে কনটেইনারে থাকা মালামালের সঙ্গে বেশকিছু বিদেশি ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। সঙ্গে সঙ্গে এসব মালামাল আটক করা হয়।
পরবর্তীতে একইদিন বিকেলে সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধি, বন্দর নিরাপত্তা কর্মকর্তা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে এআইআর কর্মকর্তারা চালানটিতে শতভাগ কায়িক ্ষা করেন। কাভার্ডভ্যান থেকে সব পণ্য বের করার পর দেখা যায়, ৩০০টি হ্যাঙ্গারের কার্টনের প্রতিটিতে সিগারেটের দুটি ইনার কার্টুন পাওয়া যায়। এতে বিদেশি তিন ব্র্যান্ডের ২০ লাখ শলাকা করে মোট ৬০ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। এসব সিগারেটের আমানিক বাজারমূল্য সাড়ে ৪ কোটি টাকা।

চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, শুল্কমুক্ত গার্মেন্টস পণ্যের হ্যাঙ্গারের একটি কনটেইনার থেকে ৬০ লাখ শলাকা বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। প্রায় সাড়ে ১৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিতে মিথ্যা ঘোষণায় এসব সিগারেট আমদানি করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ড্রেসিংরুমে কফি খাচ্ছিলেন তাসকিন, এসে দেখেন ৫ উইকেট শেষ

লঙ্কানদের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। জবাব দিতে নেমে শুরুটা ভালো করলেও মাঝে ৬ রানের ব্যবধানে ৭...

নিজ দেশে দ্রুত আস্থা হারাচ্ছেন নেতানিয়াহু

নিজ দেশের মানুষের ওপর থেকে দ্রুত আস্থা হারাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক জরিপে দেখা গেছে তাঁর ওপর...

পুনর্জন্ম নেবেন, উত্তরসূরি শনাক্ত করবে ট্রাস্ট, জানালেন দালাই লামা

তিব্বতি বৌদ্ধদের নেতা চতুর্দশ দালাই লামা বলেছেন, তিনি পুনর্জন্ম নেবেন এবং তার স্থাপিত অলাভজনক সংস্থারই কেবল তার উত্তরসূরি...

বিতর্কিত মন্তব্য: সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি চাকরিচ্যুত

ফেসবুকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী...