মোহাম্মদ আমিনুল হক বুুলবুল,
নান্দাইল (ময়মনসিংহ) :
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী মুশুলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘প্রাক্তন ছাত্র ফোরামের’ পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার(২০মে) দুপুরে স্কুলের মাঠে এক সভায় সর্ব সম্মতিক্রমে এই কমিটি প্রকাশ করা হয়েছে।
নবগঠিত কমিটিতে ১৯৮২ ব্যাচের প্রাক্তন ছাত্র খালেদ রহমান মিল্টনকে সভাপতি ও ১৯৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্র মুহাম্মদ আব্দুছ ছালামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অন্যান্য পদে তরিকুল ইসলাম শিবলিকে সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গির আলমকে কোষাধ্যক্ষ, মজিবুর রহমান ফয়সালকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, ও হেলাল উদ্দিনকে দপ্তর সম্পাদক করা হয়েছে। এই কমিটিতে মোহাম্মদ নূরুল কবিরকে সিনিয়র সহ সভাপতি, শফিকুল ইসলাম খাঁন রিপনকে যুগ্ম সম্পাদক সহ ৬১ জন প্রাক্তন মেধাবী ছাত্রকে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। উক্ত কমিটিতে ৪১ জনকে কার্যকরী কমিটির সদস্য ও ৩৮ জনকে উপদেষ্টা করা হয়েছে।
সংগঠনটির সাধারন সম্পাদক মুহাম্মদ আব্দুছ ছালাম জানান, গত ২ এপ্রিল এক বর্ধিত সভায় আগামী তিন বছরের জন্য সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারন সম্পাদক এই দুটি পদ ঘোষণা করা হয়। এরপর ঘোষিত সভাপতি, সেক্রেটারী বিগত দিনের সক্রিয় অংশগ্রহণ ও কর্মতৎপরতা এবং বিভিন্ন দিক বিচার-বিশ্লেষণ ও যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে।