নৈতিক পদস্খলন ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে যুক্ত হেফাজত ইসলামকে নিষিদ্ধসহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
আজ ২৯ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব মাওলানা এম এ মতিন।
এসময় বক্তব্যে বলা হয়, হেফাজত বাংলাদেশের একটি জঙ্গি গোষ্ঠি। মামুনুল হকের রির্সোট কাণ্ডের পর এবার জঙ্গি কর্মকাণ্ডে তাদের সব তথ্য ফাঁস হওয়ার পর তারা ছাত্রদের দিয়ে রাজনীতি করবে না বলে যে আশা দিয়েছে, তা সম্পূর্ন মিথ্যা আর তাদের অপকর্ম ঢাকতে সাময়িক চালাকি। তাই এদের মত ১৯৭১ সালের যুদ্ধাপরাধী রাজাকার-আলবদর-আলশামসের মত কওমীপন্থী মুজাহিদ বাহিনীসহ হেফাজতি কর্মকাণ্ডে জড়িত সকল সংগঠনকে নিষিদ্ধ করা হোক।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আল্লামা এম এ মান্নান, সৈয়দ মছিহুদৌল্লাহ, অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আল কাদেরী, শাহ খলিলুর রহমান নিজামীসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।