ডেস্ক নিউজ:নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ঘাতক কার্গো জাহাজটি আটক করেছে কোস্টগার্ড।
দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে নোঙর করা অবস্থায় জাহাজটি আটক করা হয়। ঘটনার পর জাহাজটির রঙ পাল্টিয়ে ফেলা হয়। আটক করা হয়েছে জাহাজের অন্তত ১৪জন স্টাফকে। ঘাতক জাহাজের মালিক বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনগঞ্জের কয়লাঘাটে এই কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় সাবিত আল হাসান নামে একটি যাত্রীবাহী লঞ্চ।
শ্বাসরুদ্ধকর অভিযানে ১৮ ঘণ্টা পর সোমবার দুপুরে লঞ্চটি টেনে পাড়ে তোলা হয়। মারা যান ৩৪ জন।
এদিকে, এই লঞ্চ ডুবির ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটির গণশুনানী হয়েছে আজ। জেলার সৈয়দপুর কয়লাঘাটে সকাল ১১টায় শুরু হয়ে বিকেল ৪টায় পর্যন্ত চলে শুনানী। শুনানীতে অংশ নেন বেঁচে যাওয়া যাত্রী, নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শীরা।