মোহাম্মদ আমিনুল হক বুলবুল
নান্দাইল (ময়মনসিংহ):
করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ময়মনসিংহের নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ) নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি টিকার দ্বিতীয় ডোজ নেন।
টিকা নিয়ে এমপি তুহিন বলেন, আমি টিকা নিয়ে ভালো আছি। এ সময় তিনি সবাইকে করোনার টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।এর আগে ৮ ফেব্রুয়ারি এমপি তুহিন টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।
দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার প্রথম ডোজ গ্রহণকারীদের এই ডোজ দেওয়া হচ্ছে।