বান্ধবীকে লাইকি লাইভে রেখেই প্রাবাসীর আত্মহত্যা

Date:

Share post:

শেয়ারিং ্যাপ লাইি সূত্রে চট্টগ্রাম হালিশহর এলাকার কলেজছাত্রী ফৌজিয়া আনোয়ারের (২২) সঙ্গে যোগাযোগ হয় মোজাম্বিক প্রবাসী মিজানুর রহমান নীলের। বছর চব্বিশের ওই বক পতেঙ্গার পার্লার ব্যবসায়ী ঐশী মির্জার (২১) সঙ্গেও সম্পর্ক গড়েন অনলাইনে।

সেই সুবাদে ওই দুই ণীকে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সময় ১ কোটি ২৫ লাখ ধার দেন বাঁশখালীর ছেলে মিজান। আর এসব টাকা নেওয়া হয় ব্যবসার কথা বলেই। কিন্তু সময় গড়ালেও লাভ-আসলের কোনো হিসাবই মিলছিল না। তাই টাকা ফেরত চান মোজাম্বিক ওই প্রবাসী।

আর টাকা ফেরত চাইলে ভাটা পড়ে সম্পর্কে। এ ঘটনায় বান্ধবী ঐশীকে লাইকিতে লাইভে রেখেই গেল ১০ মার্চ ইঁদুর মারার বিষ খান মিজান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ১০ মিটির মাথায় মৃত্যু হয়।

দেশটির তেতে প্রদেশে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন য় বেলা ১১টায় মারা যান মিজানুর। তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার র্ব কাহারঘোনার হাজি সিদ্দীক আহাম্মেদের ছেলে।

এ বিষয়ে মিজানুরের বড় ভাই প্রবাসী মো. ওমর কাজী বলেন, ‘আমরা চার ভাই মোজাম্বিকের বিভিন্ন এলাকায় ব্যবসা করি। এর মধ্যে সবার ছোট ভাই মিজানকে এখানে নিয়ে আসি ২০১৪ সালে। এরপর থেকে ব্যবসার হিসাবসহ টাকা-পয়সা তার কাছেই ছিল।’

তিনি বলেন, ‘সবার ছোট হওয়ায় আমরা সবাই খুব আদর কর তাকে। আমাদের ধারণা ছিল না সে এমন একটা কাজ করবে। টাকা গেছে সেটা বিষয় নয়, ভাইকে তো হারালাম। ওর আত্মহত্যা করাটা ঠিক হয়নি।’

ওই দুই তরুণীর সঙ্গে মিজানের কত টাকা লেনদেন হয়েছে কিংবা কোন মাধ্যমে গেছে তা নিশ্চিত হওয়ার জন্য মোজাম্বিক পুলিশের সহযোগিতা নেওয়া হবে বলে জানান ওমর কাজী। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে আমরা মিজানুরের হিসাবে প্রায় সোয়া কোটি টাকার গরমিল পাচ্ছি। মূল ারকদের আইনের আওতায় আনতে বাংলাদেশ ও মোজাম্বিক থেকে পুলিশ কাজ করছে। মিজানের ব্যবহৃত মোবাইল ফোন ইতোমধ্যে বাংলাদেশে পাঠানো হয়েছে।’

ওমর কাজীর কাছ থেকে ঐশী মির্জার মোবাইল নম্বর পেয়ে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু অপরপ্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ফৌজিয়া আনোয়ারও এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...