ডেস্ক নিউজ: চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই প্রসাশনের পক্ষ থেকে নানামুখি উদ্যোগ নেওয়া হচ্ছে প্রাণঘাতী এ ভাইরাসকে রুখতে। তেমনি ‘মাস্ক পরলেই মাস্ক ফ্রি’ শিরোনামে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রামের ডবলমুরিং থানা। এ কর্মসূচিতে মাস্ক পরিহিতাদের বিনামূল্যে দেওয়া হচ্ছে আরও দুইটি মাস্ক।
মঙ্গলবার(২৩ মার্চ) ডবলমুরিং থানার ৬ টি বিটের ৬০ টি স্পটে ‘এ কর্মসূচি পালন করা হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘ বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এই কর্মসূচি। জনগণ যাতে মাস্ক পরতে সচেতন হয় সেজন্যই এই কর্মসূচি। ‘
তিনি জানান, ডবলমুরিং থানার ৬ টি বিটের ৬০টি স্পটে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা অবস্থান করে মানুষের মাঝে মাস্ক বিলি করছেন। যারা মাস্ক পরে আসেন নি তাদেরকে একটি এবং যারা মাস্ক পরে এসেছেন তাদেরকে উপহার হিসেবে দুইটি মাস্ক দেওয়া হচ্ছে।
মাসব্যাপী এই কর্মসূচিতে মাস্ক পরলে মাস্ক ফ্রি কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।