কক্সবাজারের পেকুয়ার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ২২ মার্চ সকাল ১০ টায় উপজেলার রাজাখালী সবুজ বাজারে ভূয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করার অপরাধে কামাল কম্পিউটার দোকানের মালিক কামালকে ভূয়া জন্মনিবন্ধন আইনে ১০ হাজার টাকা, ভোক্তাধিকার আইন ২৭ ধারায় আরবশাহ বাজারের শিবু বেকারীর মালিকানাধীন শিবু দাকে ৩ হাজার টাকা, মাস্ক পরিধান না করায় ৯ জন কে ১০০ টাকা করে ৮৫০ টাকা অর্থ দন্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীকি মারমা। এসময় তিনি সকলকে মাস্ক পরিধান করে বাড়ি থেকে বের হতে বলেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন।
এদিকে বিকাল ৫ টায় পেকুয়া চৌমুহুনী চত্বরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না করায় ১২ জনকে জনপ্রতি ২ শত টাকা করে ২৩৫০ টাকা অর্থ দন্ড দেন আদালত।
এ সময় তিনি বলেন (কোভিড ১৯) দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে তাই সকল কে সর্তক এবং সচেতন হতে হবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।