ডেস্ক নিউজ: কোতোয়ালীতে অস্ত্র ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ মার্চ) মধ্যরাতে পাথরঘাটা বান্ডেল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সৈয়দ মো. তুহিন (৩৪) ও তৌসিফ আহম্মেদ (২৫)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, চেক পোস্টে তল্লাশি চালানোর সময় একটি গাড়িকে থামার সংকেত দিলে তা অমান্য করে পালিয়ে যায়। পরে গাড়িটিকে তাড়া করে দুইজনকে গ্রেফতার করা হয়।
এসময় একটি অবৈধ অস্ত্র ও ৬০৫ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।