চট্টগ্রামের ডবলমুরিং থানাকে মাদকশূন্য ঘোষণা

Date:

Share post:

ডেস্ক নিউজ: নগরীর ডবলমুরিং থানা এলাকাকে দেশের প্রথম মাদকশূন্য থানা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে পুলিশ। এজন্য থানা, ওয়ার্ড এবং পাড়াভিত্তিক ১০০ সদস্য বিশিষ্ট ১০০টি মাদক নির্মূল কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ শুক্রবার (১২ মার্চ) বিকেলে আগ্রাবাদ গাউছিয়া ইসলামী পাঠাগার আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

‘মাদকশূন্য ডবলমুরি থানা’ গড়ার প্রথম ধাপে মুহুরিপাড়াকে প্রথম এলাকা হিসেবে মাদকমুক্ত ঘোষণা করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আমরা দেশের প্রথম থানা হিসেবে মাদকমুক্ত থানা হওয়ার জন্য কাজ করছি। তারই প্রথম সাফল্য এটি। প্রথম এলাকা হিসেবে আমরা মুহুরিপাড়াকে মাদকমুক্ত ঘোষণা করেছি। ধাপে ধাপে আমরা থানা সংশ্লিষ্ট সব এলাকাকেই মাদকমুক্ত ঘোষণা করব।’

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক বলেন, ‘প্রতি ৩৬ জনে একজন মাদকসেবী আছেন। তাদেরকে কাউন্সেলিং করতে হবে। যারা মাদক সেবন করেন, তাদের কেউ আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের সন্তান। তাদেরকে আমরা কেন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবো না? আমরা তাদেরকে মাদক ছাড়তে উদ্বুদ্ধ করবো। এটা তো ধর্মীয়ভাবে গর্হিত কাজ। যতদিন পর্যন্ত আমরা ধর্মীয় অনুশাসন মানুষের মাঝে ছড়াতে না পারবো, ততদিন আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবো না।’

তিনি আরও বলেন, ‘রাসূল (সা.) ইসলামের মধ্যে দিয়ে যে সুন্দর সমাজ ব্যবস্থা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন; আমরা চাইবো, আমাদের এলাকার প্রত্যেকটি মানুষ, ধর্মীয় অনুশাসন মেনে চলুক এবং নিজেদেরকে মাদকমুক্ত রাখুক। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, অর্থাৎ এটা কোনোভাবেই মেনে নেয়া যাবে না। মাদক যারা বিক্রি করবেন, আর যারা সেবন করবেন তাদেরকে আইন অনুযায়ী শাস্তি পেতেই হবে। মুহুরিপাড়া ঐতিহ্যবাহী এলাকা, এ এলাকায় কোনোভাবেই মাদক বিক্রেতা থাকতে পারবে না। মাদকসেবীদের চিকিৎসালয়ে পাঠিয়ে দিতে হবে। সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে।’

স্থানীয় গাউছিয়া ইসলামী পাঠাগার আয়োজিত এই অনুষ্ঠানে মুহুরিপাড়ায় মাদক নির্মূলে গাউছিয়া ইসলামি পাঠাগার, দূর্বার একতা সংঘ, ডলফিন ক্লাব, গাউছিয়া কমিটি বাংলাদেশ, মুহুরিপাড়া ইউনিট কাজ করবে বলে নেতৃবৃন্দ ঘোষণা দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধ্যক্ষ এম. শাহাজাহান, সালেহ উদ্দিন, মাসুদ পারভেজ, এম জয়নাল আবেদিন, ফিরোজ আহমেদ, ইস্কান্দার মির্জা, তাজউদ্দীন তাজু, আকবার হোসাইন, আবু মুসা চৌধুরী, আল্লামা মহিউদ্দিন নেছারী, আল্লামা আবু জাফর মুহাম্মদ সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এলাকায় মাদকবিরোধী মাইকিং করা হয়।
প্রসঙ্গত, দেশের প্রথম মাদকশূন্য থানা গড়তে উদ্যোগ গ্রহণ করে ডবলমুরিং থানা পুলিশ। এরই অংশ হিসেবে থানা, ওয়ার্ড এবং পাড়া ভিত্তিক ১০০ সদস্য বিশিষ্ট ১০০টি মাদক নির্মূল কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। তারই একটি আগ্রাবাদ মুহুরিপাড়া মাদক নির্মূল কমিটি। পুলিশ এবং ওই কমিটি প্রায় একমাস এলাকায় প্রচারণা, সচেতনতা এবং অভিযান চালায়। অভিযানে চিহ্নিত এবং তালিকাভুক্ত তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বিশেষ একটি টিম গঠন করে দেয়া হয়। ওই টিম দিনে দুইবার এই এলাকা টহল দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...