ডেস্ক নিউজ: বান্দরবানে সড়ক দুর্ঘটনায় এক টমটম চালকের মৃত্যু হয়েছে। বালাঘাটায় চড়ুইপাড়া মসজিদ এলাকায় ট্রাকের ধাক্কায় শৈসাউ মারমা (৪০) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। শৈসাউ মারমার বাড়ি বান্দরবান সদরের থোয়াইঙ্গপাড়ায়।
সাচপ্রু নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘শৈসাউ বালাঘাটা থেকে থোয়াইঙ্গপাড়া সড়কে টমটম চালিয়ে পরিবার চালাতেন। বিকেলে ট্রাকের সঙ্গে টমটমের ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী।