ডেস্ক নিউজ: নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে নির্দিষ্ট কর্মসূচি শেষ করে সন্ধ্যায় সেখানে থাকার জন্য অস্থায়ী বাড়িতে ফেরার সময় আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঘটনার পর ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে বলে নিজেই অভিযোগ করেছেন মমতা।চক্রান্তের অভিযোগও তুলেছেন তিনি।
বুধবার (১০ মার্চ) তাকে ঘিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ভিড়ের মধ্যে নন্দীগ্রামের বিরুলিয়ায় মুখ থুবড়ে পড়ে যান মুখ্যমন্ত্রী। তার পা ফুলে গেছে বলে জানান তিনি।
চোট এতটাই গুরুতর যে মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি করে কলকাতায় আনা হচ্ছে।
চোটগ্রস্ত অবস্থাতেই গাড়িতে বসে মমতা বলেন, আমাকে চক্রান্ত করে চার পাঁচজন ধাক্কা মেরেছে।
আমি তাতেই পড়ে গিয়েছি। আমার পা ফুলে গেছে। হামলা হয়েছে আমার উপর।
জানা যায়, কলকাতা পিজি হাসপাতালে তার চিকিৎসা হবে। প্রস্তুত রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিবও।