ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর।
রণবীরের মা নীতু কাপুর সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৯ মার্চ) তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘আপনাদের উদ্বেগ এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। রণবীরের কোভিড -১৯ টেস্ট পজিটিভ এসেছে। সে নিয়মিত ওষুধ নিচ্ছে এবং সুস্থ হয়ে উঠছে। বর্তমানে রণবীর হোম কোয়ারেন্টিনে রয়েছে এবং সকল সাবধানতা অনুসরণ করছে।
কয়েক মাস আগে রণবীরের মা অভিনেত্রী নীতু কাপুর কোভিড আক্রান্ত হয়েছিলেন। চণ্ডীগড়ে ‘জুগ জুগ জিয়ো’ ছবির শুটিং করতে গিয়ে সংক্রমিত হয়েছিলেন বলে জানা গিয়েছিল। এবার তার ছেলে বলিউডের প্রথম সারির অভিনেতা করোনা আক্রান্ত হলেন।