ডেস্ক নিউজ: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য তৈরী এবং অনুমোদন ছাড়া পানি বাজারজাত করায় চট্টগ্রামের আনোয়ারার দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
এরমধ্যে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে অবস্থিত ঢাকা বেকারিকে পূর্ব সতর্কতার পরও কোনো প্রকার পরিবর্তন না হওয়া এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য তৈরী করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে উপজেলার শোলকাটায় অবস্থিত কুল ড্রিংকিং ওয়াটার নামে মিনারেল পানির সাপ্লাইয়ার প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের কোন প্রকার অনুমোদন না নিয়ে পানি বাজারজাত করায় এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, নোংরা পরিবেশে পণ্য তৈরির কারণে এর আগেও ঢাকা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো। আজ পুনরায় অভিযানে গিয়েও সেই আগের চিত্রই ধরা পড়ে। ফলে এবার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।