ডেস্ক নিউজ: করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিজ নিলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা।
শনিবার (৬ মার্চ) ভারতের উত্তরাঞ্চলীয় হাচল প্রদেশের ধর্মশালায় উপস্থিত হয়ে তিনি এ ভ্যাকসিন গ্রহণ করেন বলে নিশ্চিত করেছে বিবিসি।
ভ্যাকসিন নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দালাই লামা বলেন, এই মহামারি থেকে বাঁচতে ভ্যাকসিন খুবই সহায়ক ভূমিকা পালন করবে।
এর আগে, ১ মার্চ থেকে ৪৫-৬০ বছরের বেশি বয়সীদের জন্য ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করে ভারত। সেই নীতিমালা মেনেই ভ্যাকসিন নিয়েছেন ৮৫ বছর বয়সী দালাই লামা।
এ ব্যাপারে হিমাচল প্রদেশের কাংরা জেলার মেডিকেল অফিসার ডা. গুরদর্শন গুপ্ত বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বাকি সব সাধারণ মানুষের মতোই কেন্দ্রে এসে ভ্যাকসিন নিয়েছেন দালাই লামা। যদিও নিরাপত্তার কথা ভেবেই সকালের দিকে তাকে ভ্যাকসিন দেওয়া হয়।