ডেস্ক নিউজ: চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৬ বছর বয়সী এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হাবিবুর রহমান নামে ১৬ বছর বয়সী এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
ওই এলাকার নির্মাণাধীন একটি ড্রেনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান। তিনি নগরীর আমবাগান এলাকার বাসিন্দা। সে মুরাদপুরে ড্রেনের নির্মাণাধীন কাজে ব্যবহৃত বেকু মেশিনের হেলপার ছিলেন বলে জানা গেছে।
বর্তমানে নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে জানায় পাঁচলাইশ থানার পুলিশের এসআই মাহবুব। তিনি বলেন, ড্রেন নির্মাণ কাজে ব্যবহৃত বেকু মেশিন চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় হাবিবুর।
সহকর্মীরা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।