ডেস্ক নিউজ : আনোয়ারা উপজেলা ১নং ইউনিয়নে বৈরাগ পশ্চিম পাড়া সিইউএফএল রোড সংলগ্ন ময়দানে সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ মার্চ) বিকালে হযরত ইমাম আযম আবু হানিফা (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদ্যাপন উপলক্ষে আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুরুজ্জামান আলকাদেরীর সভাপতিত্বে হাফেজ মুহাম্মদ লোকমান, হাফেজ মুহাম্মদ আব্দুল হান্নান, হাফেজ জালাল উদ্দিনের সঞ্চালনায় পূর্ব বৈরাগ রহমানিয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ লোকমান হাকিম হেলালী সুন্নী সম্মেলন উদ্বোধন করেন।
সুন্নী সম্মেলনের অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মুফতি গিয়াস উদ্দীন আত্ব-তাহেরী।
মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণে বিশ্বের নিপীড়িত মানবতার ও দেশবাসীর উপর আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মাধ্যমে সুন্নী সম্মেলন সমাপ্ত হয়।