রোদের তাপে কন্টাক্ট লেন্স’ গলে গিয়ে তার চোখ ক্ষতিগ্রস্ত

Date:

Share post:

চিত্রনায়িকা । চোখে লাগিয়েেন ‘‘। শুিং করার সময় কড়া রোদের তাপে ‘কন্টাক্ট লেন্স’ গলে গিয়ে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে একটি ফ্যাশন হাউজের ফটোশুট করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। বর্তমানে সব কাজ বন্ধ রেখে বিশ্রা রয়েছেন এই তারকা।

পুরো ঘটনার বর্ণনা দিয়ে তানহা তাসনিয়া সাংবাদিকদের বলেন, ‘গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজারে রোদের মধ্যে ফটোশুট করছিলাম। একে তো কড়া রোদ এর লাইট বোর্ডের তাপ! শুটে যাওয়ার কিছুক্ষণ পরই মি বুঝতে পারি তীব্র তাপে আমার চোখের কন্টাক্ট লেন্স গলে গেছে। সঙ্গে সঙ্গে আমি লেন্স খুলে ফেলি। তৎক্ষণাৎ কিছুই দেখতে পারছিলাম না। দৃষ্টি একেবারে ঘোলা হয়ে যায়। এরপর শুটিং থেকে ওইদিনই প্লেনে করে ঢাকায় এসে চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক চোখে ব্যান্ডেজ করে মেডিসিন দিয়ে বিশ্রামে থাকতে বলেন।’

তিনি আরও বলেন, ‘চারদিন পরও ভালোভাবে দেখতে পাচ্ছি না। বাম চোখে বেশি ক্ষতি হয়েছে। তবে আগের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসক বলেছেন কয়েক সপ্তাহ বিশ্রাম নিলেই দৃষ্টি আস্তে আস্তে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। নিয়মিত চোখের মেডিসিন নিচ্ছি। সবার কাছে দোয়া চাইছি। ‘

তানহা তাসনিয়া জানান, তিনি যে কন্টাক্ট লেন্সটি ব্যবহার করেছেন, সেটা নামী একটি ব্যান্ডের। এর আগেও ববার রোদে একই কোম্পানির কন্টাক্ট লেন্স পরে তিনি শুটিং করেছেন। কিন্তু এবারের মতো দুর্ঘটনা আর কখনো ঘটেনি।

তানহা তাসনিয়া সম্প্রতি চিত্রনায়ক ইমনের বিপরীতে ‘বিয়ে আমি করবো না’ নামের একটি সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। খুব শিগগিরই একই নায়কের সঙ্গে নাম ঠিক না হওয়া আরও একটি সিনেমায় করতে যাচ্ছেন তিনি। এছাড়া তার অভিনীত ও কাজল আরিফিন অমি পরিচালিত ‘সিইউ’ নাটকটি প্রচারে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রাম বিমান বন্দরে অনামিকা জুথী নামে এক মডেল গ্রেফতার

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৭০ লাখ টাকার স্বর্ণসহ দুবাই থেকে আসা দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭...

গান বাংলা’ দখলের অভিযোগ, তাপস-মুন্নীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

গানভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার' মালিকানা দখলের অভিযোগের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান...

ছাত্রদের শক্তি নতুন যুগে অর্থপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম

শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে দুদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার...

ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার লন্ডনের টেন ডাউনিং স্ট্রিটের বাইরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির সাথে করমর্দন করে তাকে স্বাগত জানান

ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার লন্ডনের টেন ডাউনিং স্ট্রিটের বাইরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির সাথে করমর্দন...