এম.জুবাইদ
পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পনীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে পেকুয়া উপজেলার কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার বিকালে চৌমুহনী চত্তরে এই মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি প্রকাশ করনে।
মানববন্ধন শেষে সাংবাদিক জালাল উদ্দীনের পরিচালনায় ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের পেকুয়া উপজেলা শাখার সভাপতি নাজিম উদ্দীন, পেকুয়া রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ ফারুক, উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম হিরু। উপস্থিত ছিলেন সাংবাদিক রিয়াজ উদ্দিন, সাংবাদিক হাসেম, সাংবাদিক এম.জুবাইদ, সাংবাদিক সুজন, বিজয় টিভির সাংবাদিক দিদার, সাংবাদিক শাহজামাল, সাংবাদিক হিজবুল্লাহ, সাংবাদিক রেজাউল করিম, মোহনা টিভির সাংবাদিক হারুন, আনন্দ টিভির সাংবাদিক রাশেদ, সাংবাদিক জয়নাল, অনলাইন টিভি এস এন টিভির সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক বাহার, সাংবাদিক আজিজুল হক প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা খুনের সঙ্গে জড়িতদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তাঁরা হত্যায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। লাশ নিয়ে যেনো কেউ রাজনীতি করতে না পারে তার হুশিয়ারি দেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট পূর্ববাজার এলাকায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে সংঘর্ষের চিত্রধারনের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কির। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেকের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে মুজাক্কিরের মৃত্যু হয়।