এ আর রুহুল আমিন হাজারী
কুমিল্লা প্রতিনিধিঃ
গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গীবাদ ও যুদ্ধাপরাধীমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়তে, আগামী ২৮ ফেব্রুয়ারী দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম আজাদকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
মঙ্গলবার বিকেলে দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মঠে উপজেলা আ’লীগ কর্তৃক আয়োজিত নৌকা প্রতীকের আবুল কালাম আজাদ’র নির্বাচনী পথসভায় বক্তারা ওই বক্তব্য তুলে ধরেন।
আ’লীগ দেবীদ্বার উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার’র সভাপতিত্বে এবং আ’লীগ উপজেলা যুগ্ম-সাধারন সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া ও লুৎফর রহমান বাবুল’র সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) আহাম্মদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আ’লীগ’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, আ’লীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি ম. রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগ’র সিনিয়র সহ-সভাপতি সাবেক মন্ত্রী, এমপি ও সচিব এ,বি,এম গোলাম মোস্তফা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আউয়াল, সাধারন সম্পাদক হাজী মো. রোশন আলী মাষ্টার, দেবীদ্বার উপজেলা পরিষদ’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও আ’লীগ কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কুমিল্লা মহানগর আ’লীগ’র সাধারন সম্পাদক আরফানুল হক রিয়াত, কুমিল্লা সদর দক্ষিন উপজেলা পরিষদ’র চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, উপজেলা আ’লীগ’র সাধারন সম্পাদক এ,কে,এম মনিরুজ্জামান মাষ্টার, কুমিল্লা জেলা পরিষদ’র প্যানাল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন শহীদ, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল সরকার(কিশোর), যুবলীগ কুমিল্লা উত্তর জেলা আহবায়ক বাহাউদ্দিন বাহার, কুমিল্লা উত্তর জেলা মহিলা আ’লীগ সভাপতি শিরিন সুলতানা, কুমিল্লা উত্তর জেলা আ’লীগ’র কৃষি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল চৌধূরী, দেবীদ্বার পৌর আ’লীগ সভাপতি আবুল কাসেম চেয়ারম্যান, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবু নঈম ফয়সাল পাশা, সাধারন সম্পাদক আবু কাউছার হায়দার, সেচ্ছা সেবক লীগ নেতা মো. মিজানুর রহমান, ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি আবু কাউছার অনিক প্রমূখ।