নাসিরের জীবনে একটা নষ্টা মেয়ে জুটেছে: সুবাহ

Date:

Share post:

ডেস্ক নিউজ: নাসির-তামিমাকে নিয়ে ফের মুখ খুললেন
নাসিরের সােক প্রেমিকা ুমায়রা বাহ কাছেও।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) লাইভে তামিমাকে তুলোধুনো করেছেন সুবাহ। শাপাশি এক হাত নিয়েছেন নাসিরকেও।

চারদিকে থেকে ‘নাসির নাসির’ শুনতে শুনতে অতিষ্ঠ সুবাহ। সহ্ করতে না পেরে ে লাইভে এসেছেন তিনি। যদিও নাসির-তামিমা ইস্যুতে তৃতীয় ফেসবুক লাইভ এটি সুবাহর।

সুবাহ বলেন, ‘আমি আর সহ্য করতে পারছি না। শুটিংয়ে গিয়েও নাসির-তামিমাকে কথা শুনতে হচ্ছে আমার। আমি এর আগেও বলেছি ২০১৮ সালে নাসিরের সঙ্গে আমার সব শেষ হয়ে গেছে। যখনই নাসির-তামিমার কথা আসছে তখনই আমার নামটি আসছে কেন? আমার তো ফ্যামিলি আছে। আমার তো স্ট্যাটাস আছে।’
তামিমার সঙ্গে পূর্ব পরিচয় ছিল সুবাহর। নাসিরের সঙ্গে তামিমার অধ সর্ম্পকের কথা জানতেন সুবাহ। লাইভে এসে এমনটাও জানিয়েছেন তিনি। তার ভাষায়, ‘তামিমা আমার ফেসবুকে ছিল। নাসিরের সঙ্গে ওর অবৈধ সম্পর্ক ছিল সেটাও আমি জানতাম। আমি নাসিরকে ওর কথা জিজ্ঞেস করলেই নাসির বলত, ও আমার জাস্ট ফ্রেন্ড। আর কিচ্ছু না।’

যোগ করে নাসিরের সাবেক প্রেমিকা সুবাহ আরও বলেন, ‘শুধু তামিমা না, অক মেয়ের সঙ্গেই নাসিরের অবৈধ সম্পর্ক ছিল। এতো ভালো ভালো মেয়েদের সঙ্গে প্রেম করে নাসিরের জীবনে একটা নষ্টা মেয়ে জুটেছে। নষ্টা চরিত্রের এক মেয়েকে বিয়ে করেছে। তাকে নিয়ে লাইভে এসে নাচানাচি করছে।’
তামিমাকে নিয়ে সুবাহ বলেন, ‘আট বছরের একটা মেয়েকে ফেলে এসে ভালোবাসা দেখাতে গিয়ে টাকার জন্য নাসিরকে বিয়ে করেছে। এটা তার ভালোবাসা না। যে মহিলা তার প্রথম সন্তানকে রাস্তায় ফেলে টাকার জন্য আরেকজনকে বিয়ে করতে পারে সে কখনো কারো হতে পারে না, কাউকে ভালোবাসতে পারে না। নাসিরের কাছের মানুষ আমাকে বলেছে, তামিমা নাসিরকে বিয়ে করেছে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে। নাসির তো লোভী, লোভ দেখিয়েই তাকে বিয়ে করেছে।’
এক পর্যায়ে সুবাহ বলেন, ‘তামিমা নামের আগে এয়ার হোস্টেস ট্যাগ লাগিয়ে একে পর এক বিয়ে করেছে। ব্যাংকে টাকা পয়সা জমিয়েছে। ফ্ল্যাট করেছে। শেষে নাসিরের গলায় ঝুলে পড়েছে। নাসির যেমন, তামিমাও তেমন। যেমন কুর তেমন মুগুর।’

২৯ মিনিট ১৮ সেকেণ্ডের লাইভের শেষে নাসিরকেও এক হাত নিয়েছেন সুবাহ। নাসির-তামিমার বিচার দাবি করেছেন তিনি। রো লাইভে একাধিকবার নাসির-তামিমার বিচার চেয়েছেন তিনি। সুবাহ বলেন, ‘নাসির-তামিমা বিয়েকে ব্যবসা বানিয়েছে। তাই তাদের বিচার হওয়া উচিত। বাংলাদেশের আইন অনুযায়ী তাদের প্রকাশ্যে বিচার হওয়া উচিত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বিশাল বিস্ফোরণে কেঁপে উঠল ইতালির রাজধানী, আহত ২৭

ইতালির রাজধানী রোমের পূর্বাঞ্চলীয় একটি পেট্রোল পাম্পে বিশাল বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) এই বিস্ফোরণে ১০ পুলিশ কর্মকর্তা...

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন : জাতিসংঘ বিশেষজ্ঞ

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি...

ইরানে হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও জড়িত: রাশিয়ার রাষ্ট্রদূত

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণকে উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল। তাই তাদের...

ইউক্রেনে বড় ধরনের হামলা করল রাশিয়া

ইউক্রেনে বেশ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালে আগ্রাসন শুরুর পর এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড়...