পাবিপ্রবি’র পাঁচ ছাত্রলীগ নেতা বহিষ্কার*

Date:

Share post:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্পের সংঘর্ষ ও ভাঙুরের ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের পাঁচ নেতাকে সাময়িক করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সোমবার রাতে তাদের বহিষ্কার করে চিঠি দেয়া হয়। বহিষ্কৃতরা হলেন, শাখা ছাত্রলীগের তিনজন সহ ি যথাক্রমে ইয়াসির আরাফাত, মাহমুদ চৌধুরী আসিফ, আব্দল্লাহ মারুফ, যুগ্ম-ণ সম্পাদক মাহমুদ কামাল তুহিন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।

পাবিপ্রবি’র শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে সাময়িক বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘সোমবার পাবনা পাবিপ্রবি’তে যে ঘটনাটি ঘটেছে, এর সঙ্গে আমি কোনভাবেই জড়িত ছিলাম না। কেন্দ্রীয় নেতাদের ভুল তথ্য দিয়ে আমাকে বহিষ্কার করানো হয়েছে। আশা করি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ সঠিক তদন্তের মাধ্যমে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন।’

প্রসঙ্গত, পাবিপ্রবি’র হলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সভাপতি শাহেদ সিদ্দিকী শান্ত ও সম্পাদক ওয়ালী উল্লাহ গ্রুপের সাথে সহ-সভাপতি ইয়াসির আরাফাত গ্রুপের মধ্যে সোমবার ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষ হয়। এসময় বঙ্গবন্ধু হলের দু’টি কক্ষ ভাঙচুর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে সাবেক সেনা প্রধান হারুন অর রশিদের মরদেহ পাওয়া যায়

সাবেক সেনা প্রধান হারুন অর রশিদ চট্টগ্রামে মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার...

ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতাকর্মীরা’

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ছাত্রলীগ পরিচয়ে অন্যান্য শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অংশীদার হতেন এমন ‘ছাত্রশিবিরের নেতাকর্মীদের’ পরিচয় দিয়ে সামাজিক...

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক স্ত্রীকে হত্যা করে স্বামী

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক স্ত্রী মারুফা আক্তারকে (৪৫) হত্যার পর মরদেহ ঘরের মেঝেতে রেখে আসবাবপত্রে আগুন ধরিয়ে বাইরে...

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন...