সংক্ষিপ্ত পোশাক পরা ভিডিও প্রকাশ হওয়ায় সৌদি পুলিশের জেরার মুখে এক তরুণী

Date:

Share post:

ছবির কপিরাইট Twitter
Image caption শাইকিরের র্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সংক্ষিপ্ত পোশাক পরা ‘খুলুদ’, এমন ভিডিও এখন টুইটারে ভাইরাল।

সৌদি আরবের পুলিশ এক তরুণী জিজ্ঞাসাবাদ করেছে যার বিরুদ্ধে গ, সে মিনি স্কার্ট ও ছোট জামা পরে জনসমাগম হয় এমন স্থানে গিয়ে নিজের ভিডিও ধারণ করেছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ঐতিহাসিক উশাইকির এলাকায় ‘অভব্য পোশাক’ পরে যাওয়া এই তরুণীটির বিরুদ্ধে আনা অভিযোগ সরকারি কৌঁলির কাছে হস্তান্তর করা হয়েছে।

সংক্ষিপ্ত পোশাক পরা ওই তরুণীটির ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তুমুল চলে ভিডিওটিকে ঘিরে।

এক পক্ষ দাবি করে, মুসলিম দেশটির পোশাক নীতিমালা ভঙ্গ করার কারণে তার শাস্তি হওয়া উচিত।

আরেক পক্ষ তরুণীটির পক্ষাবলম্বন করে তার সাহসিকতার প্রশংসা করে এবং দাবী জানায় তার ইচ্ছেমত পোশাক পরার অধিকার থাকা উচিত।

গত সপ্তাহান্তে প্রথম স্ন্যাপচ্যাটের একটি অ্যাকাউন্টের মাধ্যমে ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে আসে, যে অ্যাকাউন্টটির নাম ‘মডেল খুলুদ’।

পরে দ্রুত তা বিস্তার লাভ করে টুইটারের মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, তরুণীটি রাজধানী রিয়াদ থেকে দেড় শতাধিক কিলোমিটার উত্তরের উশাইকির হেরিটেজ ভিলেজের একটি ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।

তার পরণে মিনিস্কার্ট ও হাতাবিহীন সংক্ষিপ্ত জামা।

মঙ্গলবার লে সৌদি াদপত্রে পুলিশের বরাত দিয়ে বলা হয়, তরুণীটি ইন্টারনেটে ভিডিওটি আপলোডের কথা অস্বীকার করেছে এবং বলেছে আলোচিত স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি তার নয়।

তবে সে একজন পুরুষ অভিভাবকের সঙ্গে ওই এলাকায় যাওয়ার কথা ‘স্বীকার’ করেছে বলে খবরে উল্লেখ করা হয়।

সৌদি আরবের পোশাক নীতিমালা অনুযায়ী মহিলারা ঢিলেঢালা পা পর্যন্ত ঝুলে থাকা র্তা পরা ছাড়া জনসমাগম হয় এমন স্থানে যেতে পারবে না। আর সে মুসলিম হলে তাকে অবশ্যই হিজাব পরতে হবে।

তবে এই কুর্তার নিচে সে কি পরবে সে ব্যাপারে কোন নিষেধাজ্ঞা নেই।

সৌদি আরবে মহিলাদের গাড়ি চালাতেও মানা। এছাড়া অনাত্মীয় পুরুষের সাথে চলাচলও করতে পারবে না মহিলারা। মহিলাদের হয় পুরুষ অভিভাবকের সঙ্গে অথবা তার লিখিত অনুমতিপত্র সমেত চলাচল করতে হবে।

এই পুরুষ অভিভাবক হবে হয় তার স্বামী, অথবা ভাই। নিয়ম অনুযায়ী এদেরকে ছাড়া মহিলারা ঘুরতে, কাজ করতে কিংবা ডাক্তার দেখাতেও যেতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...