জার্মান গানের স্কুলে বহু ছেলে যৌন নির্যাতনের শিকার

Date:

Share post:

ছবির কপিরাইট Getty Images
Image caption জার্মানির রাজেন্সবার্গ ডমস্পাৎজেন

জার্মানির এক বিশ্বখ্যা গানের স্কুলের পর ানো এক তদন্তে দেখা গেছে, গত প্রায় ৫০ বছরে পাঁচশোরও বেশি শিক্ষার্থী বালকের ওপর শারীরিক কিংবা যৌন নির্যাতন চালানো হয়েছে।

এই ৫০ বছরের বেশিরভাগ সময়ই এই স্কুলটির ছেলেদের সমবেত-সঙ্তের দল বা ‘কয়ার’ চালাতেন জর্জ রাৎসিঙ্গার – যিনি সাবেক পোপ ১৬শ বেনেডিক্ট-এর ভাই।

জর্জ রাৎসিঙ্গার এসব নিপীড়নের অভিযোগের কথা অস্বীকার করে বলেছেন, তিনি এ াপারে কিছু জানেন না।

রাজেন্সবার্গ ডমস্পাটজেন নামের এই রোমান ক্যাথলিক স্কুলের সঙ্গীত দলটি ১০০০ বছরেরও বেশি োনো।

রিপোর্টে বলা হয়, ১৯৪৫ থেকে ১৯৯০এর দশক পর্যন্ত অল্পবয়েসী ছেলেদের ওপর শারীরিক নির্যাতন এবং কোন কোন ক্ষেত্রে যৌন নিপীড়ন চালানো হয়েছে।

এর শিকার যারা হয়েছেন, তারা বলেছেন তাদের অভিজ্ঞতা ছিল ‘নারকীয়, একটি কারাগার বা কনসেনট্রেশন ক্যাম্পের মতো।’ মোট ৪৯ জন ক্যাথলিক চার্চ সদস্য এই নির্যাতন চালায়।

বিবিসি বাংলায় আরো পড়ুন:

ক্যাথলিক চার্চে যাজকদের হাতে শিশুদের যৌন নির্যাতনের কাহিনি

ছবির কপিরাইট Getty Images
Image caption উলরিখ ওয়েবার

তদন্ত পরিচালনাকারী উলরিখ ওয়েবার বলেছেন, তিনি ৬৭টি যৌন নিপীড়নের ঘটনা জানতে পেরেছেন।

তিনি বলেন, ‘মুখ বন্ধ রাখার সংস্কৃতির আড়ালে’ এসব ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন. নির্যাতনকারীদের তিনি সনাক্ত করতে পেরেছেন, কিন্তু এসব ঘটনা এত আগে ঘটেছে যে তাদের বিরুদ্ধে এখন আর ফৌজদারি অভিযোগ আনা যাবে না।

এর আগে ২০১০ সালে এই কয়ারে ব্যাপক যৌন নির্যা্তন চালানোর অভিযোগ ওঠে। পরে ২০১৬ সালে এক রিপোর্টে বলা হয় এসময় ২৩১টি শিশু যৌননিপীড়নের শিকার হয়। শিকারদের এর আগে ক্ষতিরণ দেবার প্রস্তাবও দেয়া হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে ্তত ১২টি দেশে ক্যাথলিক চার্চে যৌন নির্যাতনের ঘটনা নিয়ে বেশ কয়েকটি কেলেংকারি হয়। জাতিসংঘ এ নিয়ে ভ্যাানের বিরুদ্ধে অভিযোগ তোলে। বর্ান পোপ নিজেও এ নিয়ে কথা বলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...