সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীকে বহিষ্কার করেছেন।
বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওয়ার্কিং কমিটির সভা ডেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়ে খিজির হায়াত খান ও নুর নবী চৌধুরী বলেন, কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোনো পদে নেই। তিনি এ ধরনের কোনো সভা আহ্বান করতে পারেন না। তার সিদ্ধান্ত সম্পূর্ণ অবৈধ। তারা তাদের পদেই আছেন। কাদের মির্জার সিদ্ধান্তে কারও বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরীও এ কথা বলেছেন।
এ বিষয়ে আবদুল কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।