ডেস্ক নিউজ : ইট ভাটায় কাঠ পাচারকালে চাঁদের গাড়িসহ কাঠ জব্দ করেছেন রাঙ্গুনিয়া ফরেস্ট রেঞ্জ।
গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে রাউজান উপজেলার মহামুনি বিহার এলাকা থেকে এই গাড়িটা জব্দ করা হয়।
এসময় রেঞ্জের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা পালিয়ে গেলেও গাড়ি চালক ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে।
জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হিলা গাজী পাড়ার বালির ছেলে কাঠ পাচারকারী শাহ আলমসহ তার সহযোগীরা দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশে সবুজ বন উজাড় করে ইট ভাটায় নানা সময়ে তারা কাঠ পাচার করে আসছেন।
গত শনিবার রাতে কাঠ পাচার করতে গেলে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি এলাকায় আটক করা হয়। কাঠ পাচারের ঘটনার সত্যাতা নিশ্চিত করেন রাঙ্গুনিয়া ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা মাসুদ কবির।