ডেস্ক নিউজ: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদে আওয়ামী লীগ সমর্থকরা এবং ছয়টি পদে বিএনপি-জামায়াত সমর্থকরা জয়ী হয়েছেন।
গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) দিনভর ভোটগ্রহণের পর রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হুমায়ুন আকতার মোস্তাক ফলাফল ঘোষণা করেন।
সমিতির ১৯টি পদের মধ্যে আইনজীবী সমন্বয় পরিষদ ১৩টি এবং আইনজীবী ঐক্য পরিষদ ছয়টি পদে বিজয়ী হয়েছে।
সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থকদের প্যানেল আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এনামুল হক ১ হাজার ৮৩৫ ভোট ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থকদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আবু মো. হাশেম ১ হাজার ৫৪৯ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের আবুল হোসাইন মোহাম্মদ জিয়াউদ্দিন পুনরায় নির্বাচিত হয়েছেন; তিনি ১ হাজার ৯৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী সংসদের প্রার্থী তৌহিদুল মুনির চৌধুরী টিপু পেয়েছেন ৭২০ ভোট।
জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে ঐক্য পরিষদের সৈয়দ আনোয়ার হোসাইন (১৬৯১ ভোট), সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের আলী আশরাফ চৌধুরী (১৮৯৬ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের মোহাম্মদ আব্দুল আল মামুন (১৪৫৯ ভোট), অর্থ সম্পাদক পদে সমন্বয় পরিষদের এসএম অহিদুল্লাহ (২১৫১ ভোট), পাঠাগার সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. নজরুল ইসলাম (২২১৪ ভোট), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. মনজুরুল আজম চৌধুরী (১৮২৬ ভোট), তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ঐক্য পরিষদের মাহমুদ উল আলম চৌধুরী মারুফ (২০২৬ ভোট) জয়ী হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের ১০টি পদে সমন্বয় পরিষদের সাতজন এবং ঐক্য পরিষদের তিনজন প্রার্থী জয়ী হয়েছেন।
তারা হলেন- সমন্বয় পরিষদের ফাতেমা নারগিস হেলনা, এসএম আরমান মহিউদ্দিন, আবু নাসের রায়ান, সাহেদা বেগম, কাইরুন্নেসা, জোহরা সুলতানা মুনিয়া ও মমিনুর রহমান। ঐক্য পরিষদের মারুফ মো. নাজেবুল আলম, নুর কামাল ও মো. সরওয়ার হোসাইন লাভলু।
এবারের নির্বাচনে ১৯টি পদে ৪০ জন প্রার্থী ছিলেন। তিন হাজার ৩৯৪ জন ভোটারের মধ্যে দুই হাজার ৮৫৬ জন আইনজীবী ভোট দিয়েছেন।