ডেস্ক নিউজ: চট্টগ্রামে আজ (১০ ফেব্রুয়ারি) করোনার ভ্যাকসিন নিয়েছেন ১০ সহস্রাধিক মানুষ। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির তথ্যানুযায়ী, টিকাদান কর্মসূচির চতুর্থ দিনে নগরীতে ১০ হাজার ৩৬২ জন টিকা গ্রহণ করেছেন।
সেখ ফজলে রাব্বি বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট টিকা নিয়েছেন ২০ হাজার ১৮৯ জন। বুধবার চতুর্থ দিনে টিকা নিয়েছেন ১০ হাজার ৩৬২ জন।
‘এদের মধ্যে ১৪ উপজেলায় ৪ হাজার ৯৮৪ জন এবং সিটি করপোরেশন এলাকায় ৫ হাজার ৩৭৮ জন।’
প্রসঙ্গত, সারা দেশের সঙ্গে চট্টগ্রামেও গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় করোনার টিকা প্রদান কার্যক্রম।