ডেস্ক নিউজ: অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান(৮০) মারা গেছেন।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ২৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তারিনের বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শোবিজের একাধিক সূত্র।
গত ডিসেম্বরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারিনের বাবা। শারীরিক অবস্থার অবনিত হওয়ায় ৭ ফেব্রুয়ারি সিসিইউতে নেওয়া হয়েছিল তাকে।
বাবার মৃত্যুর খবরে গণমাধ্যমকে তারিন বলেন, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বাবার করোনা ছিল না। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। আজ লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
তারিনের বাবা মো. শাহজাহান ছিলেন একজন ব্যবসায়ী। তার মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট তারিন জাহান। তারিনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজের অনেকেই।