ডেস্ক নিউজ : চট্টগ্রামের রাউজানে জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় ইরফাত ইরা (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌণে আটটার সময় উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোমরপড়া গ্রামের একটি বাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত গৃহবধূ ইরা একই গ্রামের আকিজুর রহমান ইমনের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাতটার কিছু পরে এলাকাবাসীরা ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখে বিষয়টি আমাকে অবহিত করে।
পরে থানায় খবর দিলে পৌণে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে দেখে আত্মহত্যা মনে হলেও কেউ হত্যা করে জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে রাখাটাও অবিচিত্র নয়। ময়নাতদন্তের পর রিপোর্ট এলে পুলিশি তদন্তে সব জানা যাবে।