ডেস্ক নিউজ: নাগরিকদের বিধিনিষেধ মেনে চলার ওপর ভিত্তি করে আবারও কারফিউ দিতে পারে সৌদি আরব। এ জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে জোর দেয়া হচ্ছে দেশটিতে।
রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লে. কর্নেল তালাল আল-শালহৌব বলেন, সরকারের সব প্রচেষ্টা এবং সতর্কতামূলক পদক্ষেপের পরও বিধিনিষেধ লঙ্ঘনের খবর পাচ্ছি আমরা। যদি নাগরিক এবং বাসিন্দারা স্বাস্থ্যবিধি না মেলে চলে তাহলে কারফিউ দেয়ার খুব সম্ভাবনা রয়েছে।
আল-শালহৌব আরও বলেন, সামনের দিনগুলোতে মানুষজন বিধিনিষেধ কতটুকু মেনে চলে তার ওপর ভিত্তি করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। খবর আল আরাবিয়ার।
গত সপ্তাহে সৌদি আরবজুড়ে ৩১ হাজার ৮৬৮ বার করোনা সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘিত হয়েছে বলেও জানান এই মুখপাত্র।
এর আগে গত বৃহস্পতিবার করোনার সংক্রমণ রোধে সব ধরনের বিনোদন অনুষ্ঠান নিষিদ্ধ ও জনসমাগম সীমিত করে বিশেষ নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি এবং সৌদিতে নতুন করোনা স্টেইন শনাক্তের হার বাড়তে থাকায় এ বিধিনিষেধ আরোপ করা হয়।
৩ ফেব্রুয়ারি বুধবার ২০টি দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে ওই তালিকায় বাংলাদেশ নেই। তাছাড়া যেসব দেশ থেকে ওমরাহ যাত্রী আসার অনুমতি ছিল আরেক ঘোষণায় তাও স্থগিত করা হয়।