ডেস্ক নিউজ: করোনাভাইরাসের টিকা নিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মিরসরাই আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন।
আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে টিকা নেন তিনি।
এর আগে করোনার টিকা নিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।