পেকুয়ায় জমি দখলকে কেন্দ্র করে একই পরিবারের ৭জনকে কুপিয়ে জখম

Date:

Share post:


এম.জুবাইদ
তিিধি,কুয়াঃ

কক্সবাজারের পেকুয়ায় পাঁচ শতক জমি দখল নিয়ে দুই সোদরের মধ্যে দ্বন্ধ চরম আকার ধারণ করেছে জোরপূর্বক জমিতে ধানের চারা রোপণ করায় পুলিশ গিয়ে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে একই পরিবারের মহিলাসহ ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে।
শনিবার বিকেল ৩টার দিকে উপর টইটং ইউনিয়নের সোনাইছড়ি কইড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,ওই এলাকার আব্দুল অদুদ (৬৩),ছেলে আছাদুল ইসলাম মনির (৩০),মোর্শেদ (৩৩),তার ভাই জমির উদ্দিন(৪০),মিজানুর রহমান (৪৮),স্ত্রী মেহেরুন্নেছা (৪০) ও আরমান।
আহতদের পেকুয়া উপজেলা মপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আছাদুল ইসলাম ও মেহেরুন্নেছাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এরশাদ, হানিফ, তৌহিদ, খোকন, ডলি, এ্যানি ও রুজিনা আক্তার জানায়, পাঁচ শতক জমি নিয়ে ব্যাংকার আব্দুল অদুদ ও তার ছোট ভাই জয়নাল আবেদীনের মধ্যে বিরোধ রয়েছে। জয়নাল আবেদীন শ্রমিক দিয়ে ধানের চারা রোপন করার চেষ্টা চালায়। পুলিশ ে কাজ করতে বারণ করে চলে যায়। পুলিশ আসায় ক্ষুব্ধ হয়ে জয়নাল আবেদীন, ছেলে আরাফাত, সাজ্জাদ, মো.হোসেনের ছেলে আজিম, আলমগীর, জাহাঙ্গীরসহ কয়েকজন লোক ধারালো কিরিচ নিয়ে অদুদের বাড়িতে হানা দেয়। এসময় নারীসহ সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আব্দুল অদুদ বলেন, জমি আমার। ছোট ভাই জয়নাল জোর করে দখল নেয়ার চেষ্টা করে। দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। জখমীদের অবরুদ্ধ করে রাখে। পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জয়নাল আবেদীন জানায়, জমিতে কাজ করতে গেলে অদুদ গং বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারপিটের ঘটনা
হয়েছে। আমাদের পক্ষের কয়েকজনও আহত হয়েছে।

পেকুয়া থানার ওসি মজুমদার জানায়, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। দুই ভাইয়ের মধ্য জমি নিয়ে দ্বন্ধ আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত স্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার...

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮) মারা গেছে

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮) মারা গেছে। শুক্রবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম...

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...